Print Date & Time : 28 August 2025 Thursday 4:18 pm

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় (৪০) এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সাতক্ষীরা-আশাশুনি মহাসড়কের চাঁদপুর কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরের দিকে সাতক্ষীরা-আশাশুনি মহাসড়কের চাঁদপুর কলেজ সংলগ্ন এলাকায় গুরুতর আহত অবস্থায় এক নারীকে পড়ে থাকতে দেখে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার সময় আহত ওই নারী মোটরসাইকেলে আঘাত পাওয়ার কথা বলেছিলেন। এছাড়া আর কিছু বলতে পারেননি।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির বলেন,  নিহতের লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে রাখা রয়েছে। তার পরিচয় জানতে সদর থানা পুলিশ কাজ করছে।