সাতক্ষীরা শহরে সুপেয় পানির দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরা শহরের নিন্মআয়ের মানুষের জন্য সুপেয় পানির অধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে বেসরকারি সংস্থা বারসিক, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র রক্ষা টিম এবং সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি সম্মিলিতভাবে এই মানববন্ধনের আয়োজন করে।

এ সময় সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আজাদ হোসেন বেলালের সভাপতিত্ব বক্তব্য রাখেন সদস্য সচিব আবুল কালাম আজাদ, জাসদ নেতা ওবায়দুস সুলতান বাবলু, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, উন্নয়ন কর্মী জিএম মনিরুজ্জামান, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সমন্বয়ক আহসান রাজীব, প্রকৃতি ও জীবন ক্লাবের মো. আব্দুস সামাদ, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ, মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক রুপা বসু, নারীনেত্রী জাহানারা পারভীন, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সংগঠক এসএম হাবিবুল হাসান, বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম প্রমুখ।