Print Date & Time : 23 September 2025 Tuesday 4:07 am

সাত কলেজের শিক্ষার্থী ভর্তি না নেয়ার সিদ্ধান্ত আলোচনা করে নেয়নি ঢাবি: শিক্ষা উপদেষ্টা

শেয়ার বিজ ডেস্ক: তিনি বলেন, আমার নিজের পরামর্শ ছিল, কলেজগুলোর শিক্ষার্থীদের ভর্তি ও পরীক্ষার বিষয়ে যেসব অসুবিধা আছে— যতটুকু সম্ভব সেগুলো যেন নিরসন করা হয়। কিন্তু, তাদেরকে এ বছরই ভর্তি করা হবে না— এমন সিদ্ধান্তের জন্য আমি প্রস্তুত ছিলাম না।

সাত কলেজের শিক্ষার্থীদের চলতি বছর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি না নেয়ার সিদ্ধান্তের বিষয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যে ঘোষণা দিয়েছে— সেটি আমার সাথে আলোচনা করে দেয়নি। আমার নিজের পরামর্শ ছিল, কলেজগুলোর শিক্ষার্থীদের ভর্তি ও পরীক্ষার বিষয়ে যেসব অসুবিধা আছে— যতটুকু সম্ভব সেগুলো যেন নিরসন করা হয়। কিন্তু, তাদেরকে এ বছরই ভর্তি করা হবে না— এমন সিদ্ধান্তের জন্য আমি প্রস্তুত ছিলাম না।

আজ মঙ্গলবার দুপুরে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘ন্যাশনাল এডুকেশন অ্যান্ড ইনোভেশন ডায়ালগ’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যেকোন বিশ্ববিদ্যালয় করতে গেলে তার বিধি-বিধান লাগে, আইন লাগে। এরপর বিশ্ববিদ্যালয় করতে হলে সনদ নিতে হয়। রাষ্ট্রপতি, অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের যাচাই-বাচাই শেষে সে সনদ নিতে হয়। আমাদের চিন্তাভাবনা ছিল, যত দ্রুত সম্ভব সাত কলেজকে নিয়ে সে কাঠামোতে গিয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানো।

তিনি বলেন, ছাত্রদের সাথে আলোচনা করেই কিন্তু মডেলটা ঠিক করা হচ্ছিল। কিন্তু হঠাৎ করে দুঃখজনক একটি ঘটনা ঘটে গেল। এরপর ঢাবি হঠাৎ বিবৃতি দিয়েছে, সাত কলেজের শিক্ষার্থী আর ভর্তি করা হবে না। এ সিদ্ধান্তের বিষয়ে আমার জানা ছিল না। তারা যেটা বলেছিল, ইউজিসির মাধ্যমে কিছু একটা করা হবে। এখন ইউজিসি তো কোন বিশ্ববিদ্যালয় না। ইউজিসির ভর্তি করার কোনও ক্ষমতা নেই। বিশ্ববিদ্যালয়ের সনদ ছাড়া – আগাম ভর্তির কোন সুযোগও নেই। এখন হঠাৎ করে যে অচলাবস্থা তৈরি হলো, তার থেকে উত্তরণে আমাদের আবার আলাপ-আলোচনা করতে হবে।

কবে নাগাদ সিদ্ধান্ত আসবে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আমি কত দিনের মধ্যে কি করতে পারব— তা বলতে পারছি না।’