নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল ৩০ নভেম্বর, মঙ্গলবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলাে হচ্ছে- সিএনাবাংলা ইন্ডাস্ট্রিজ, নিউ লাইন ক্লোথিংস, লিগ্যাসি ফুটওয়্যার, জিকিউ বলপেন, বসুন্ধরা পেপার মিল, আলিফ ম্যানুফ্যাকচারিং, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিএটড।
এর আগে কোম্পানিগুলাের শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। আজ কোম্পানিগুলাের শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে।

Print Date & Time : 2 September 2025 Tuesday 9:36 pm
সাত কোম্পানির লেনদেন বন্ধ মঙ্গলবার
দিনের খবর,পুঁজিবাজার ♦ প্রকাশ: