Print Date & Time : 1 September 2025 Monday 11:09 am

সাত দিনের মধ্যে অভিযান শেষ করার নির্দেশ পুতিনের

শেয়ার বিজ ডেস্ক: ইউক্রেনে সামরিক অভিযানে রাশিয়া বেশি সময় নেবে না বলে জানান দেশটির সাবেক উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই ফেদরোভ। তিনি জানান, প্রেসিডেন্ট পুতিন অভিযানের জন্য সাত দিন দিয়েছিলেন। সে অনুযায়ী আগামীকালের মধ্যে জয় দিয়ে এ অভিযান শেষ করতে চান তিনি। খবর: আল জাজিরা।

সম্প্রতি আল-জাজিরাকে সাক্ষাৎকার দিয়েছেন ফেদরোভ। এতে তিনি বলেন, প্রেসিডেন্ট শিগগির লক্ষ্য পূরণ করতে চান। তার প্রাথমিক নির্দেশ ছিল, জয় দিয়ে ২ মার্চের মধ্যে অভিযান শেষ করা। ইউক্রেনের প্রতিরোধ ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, আমাদের ধারণার চেয়ে শক্ত প্রতিরোধ করেছে ইউক্রেনের সেনারা। আর পশ্চিমা দেশগুলো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান চলার মধ্যেই দুই দেশের আলোচনার ব্যাপারে আশাবাদী ফেদরোভ। তিনি বলেন, কোনো পূর্বশর্ত ছাড়াই আলোচনা হওয়া উচিত। আমি ইউক্রেনের নেতৃত্বের অবস্থান সম্পর্কে জানি। তারা আলোচনায় বসতে ও আলোচনা করতে প্রস্তুত, তবে কোনো পূর্বশর্ত ছাড়াই। তবে মস্কো তাদের মূল দাবি থেকে সরে আসবে কি না, সে বিষয়ে কোনো ধরনের ইঙ্গিত পাওয়া যায়নি।

দুই দেশের চলমান সংঘাত অবসানে বেলারুশে রাশিয়া ও ইউক্রেনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক শুরু হয়েছে। গতকাল স্থানীয় সময় দুপুরের দিকে প্রিপিয়াত নদীর কাছে ইউক্রেন-বেলারুশ সীমান্তের গোমেল অঞ্চলে এই বৈঠক শুরু হয়। গতকাল দেশ দুটির মধ্যে আলোচনা শুরু হওয়ার কথা ছিল। গত সপ্তাহে ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর এটি দুই পক্ষের মধ্যে প্রথম আলোচনা। কোনো পূর্বশর্ত ছাড়া আলোচনা হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর ফোনালাপের পর এ সিদ্ধান্ত হয়।

কিয়েভের প্রতিনিধিদলে প্রতিরক্ষামন্ত্রী ওলেকজি রেজনিকোভ, প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক, ক্ষমতাসীন সার্ভেন্ট অব দ্য পিপল পার্টির প্রধান ডেভিড আরাখামিয়া, উপ-পররাষ্ট্রমন্ত্রী নিকোলে তোচিৎস্কি ও অন্যরা রয়েছেন।