Print Date & Time : 8 September 2025 Monday 1:01 pm

সাত দিনে ১৩ মামলায় ১৬৫ জন গ্রেপ্তার

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আহমেদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানী) সালানা জলসাকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনায় সাত দিনে ১৩ মামলায় ১৬৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ মিডায়া সেল সূত্রে জানা যায়, এ ঘটনায় অজ্ঞাত প্রায় ১১ হাজার জনকে আসামি করে পঞ্চগড় সদর থানায় ১১টি ও বোদা থানায় ২টি মামলাসহ ১৩টি মামলা দায়ের করা হয়েছে। পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার জানান, ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতায় অংশগ্রহণকারী দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করা হচ্ছে। কোনো সাধারণ নিরীহ ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে না। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবাইকে আশ্বস্ত করা হচ্ছে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ছাড়া কাউকে গ্রেপ্তার করা হবে না। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে। পুলিশ, বিজিবি ও র‌্যাবের সতর্ক অবস্থান বজায় রয়েছে। এর আগে গত শুক্রবার (৩ মার্চ) পঞ্চগড়ের আহমেদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানী) সালানা জলসাকে কেন্দ্র করে সংঘর্ঘ, হামলা ও ভাঙচুরের ঘটনায় ঘটে।