শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের খ্যাতনামা গণমাধ্যম ভক্স মিডিয়াকর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। গত শুক্রবার সংস্থার প্রধান নির্বাহী জিম ব্যাঙ্কফ কর্মীদের উদ্দেশে একটি চিঠিতে সাত শতাংশ কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছেন। খবর: সিএনএন।
কর্তৃপক্ষের এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে ইউনিয়ন। এক বিবৃতিতে কর্মী ইউনিয়নের পক্ষে বলা হয়েছে, এ সিদ্ধান্ত উদ্বেগের। যারা চাকরি হারাচ্ছেন, তাদের পাশে কীভাবে দাঁড়ানো যায়, তা নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। সম্প্রতি তথ্য-প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট ও গুগল কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।
২০১১ সালে যাত্রা করে ভক্স মিডিয়া। প্রায় এক যুগ ধরে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জগতে নিজেদের প্রতিষ্ঠা করতে সক্ষম করতে পেরেছে সংস্থাটি। ‘দ্য ভার্জ’, ‘নিউইয়র্ক ম্যাগাজিন’, ‘ভক্স’, ‘এসবি নেশন’, ‘পলিগন’, ‘ইটার’সহ একাধিক জনপ্রিয় ম্যাগাজিনের প্রকাশক ভক্স মিডিয়া।
নিউইয়র্ক, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন ডিসি-সহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে তাদের অফিস রয়েছে। সাংবাদিক ও সাধারণ মানুষ মিলিয়ে এসব অফিসে কর্মরত আছেন প্রায় দুই হাজার কর্মী। যে সাত শতাংশ কর্মী ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে, তাদের মধ্যে সম্পাদকীয় বিভাগের কর্মীরা যেমন রয়েছেন, তেমনি অন্য সাধারণ বিভাগের কর্মীরাও রয়েছেন।
কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কেন নেয়া হয়েছেÑএর জবাবে প্রধান নির্বাহী জিম ব্যাঙ্কফ বলেছেন, দুর্ভাগ্যবশত অর্থনীতিতে পরিবর্তন দেখা দিয়েছে। বর্তমানে যে অর্থনৈতিক পরিস্থিতি, তাতে আমাদের পক্ষে অস্তিত্ব বাঁচিয়ে রাখা কঠিন হয়ে দাঁড়াবে। ব্যবসা কোথায় গিয়ে দাঁড়াবে, তা এ মুহূর্তে বোঝা সম্ভব নয়। ফলে নিজেদের অস্তিত্ব বাঁচাতে এমন অপ্রিয় সিদ্ধান্ত নিতে হচ্ছে। তবে মালিকানাধীন কোনো ম্যাগাজিন পুরোপুরি বন্ধ করে দেয়া হচ্ছে, নাকি সব অফিস থেকে বেছে বেছে কর্মী ছাঁটাই করা হচ্ছে, তা খোলাসা করতে চাননি তিনি।
এদিকে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ১২ হাজার কর্মী ছাঁটাই করবে বলে গত শুক্রবার জানান প্রতিষ্ঠানটির সিইও সুন্দর পিচাই। প্রযুক্তির বাজারে প্রতিষ্ঠানটির প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফট করপোরেশনের ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণার কয়েক দিন বাদে এ তথ্য জানান তিনি।