Print Date & Time : 6 August 2025 Wednesday 3:08 pm

সাদার্ন ইউনিভার্সিটিতে এসএমই বিষয়ে কর্মশালা

সাদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে ‘রুলস অব এসএমই ফাইন্যান্সিং’ বিষয়ক কর্মশালা সম্প্রতি বিভাগের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। একাডেমিক কোর্সের অংশ হিসেবে বিবিএ এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট বিষয়ে জ্ঞানকে সমৃদ্ধকরণ ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের উদ্দেশে এ কর্মশালা আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এফএভিপি আবু কাওসার মোহাম্মদ রাজু। ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী নাজমুল হুদার পরিকল্পনায় ও তত্ত্বাবধানে দিনব্যাপী এ কর্মশালায় বিবিএ’র ২৫ জন শিক্ষার্থী অংশ নেন। বিজ্ঞপ্তি