শেয়ার বিজ ডেস্ক: সাদার্ন ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক এবং ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন (ইসিই) ইঞ্জিনিয়ারিং বিভাগের সেলফ অ্যাসেসমেন্ট কমিটি ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিইউসি) উদ্যোগে ‘চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিজ ইন দ্য ইমপ্লিমেন্টেশন অব বিএনকিউএফ ও বিএসি স্ট্যান্ডার্ড ইন দ্য ডিপার্টমেন্টস অব ইইই ও ইসিই’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন্স ফ্রেমওয়ার্ক ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের নির্ধারিত অ্যাকাডেমিক মানদণ্ড এ বিভাগ দুটিতে কতটুকু বাস্তবায়িত হচ্ছে বা হয়েছে, তা উপস্থাপন করাই ছিল এ কর্মশালার উদ্দেশ্য।
ইইই বিভাগের প্রধান অধ্যাপক আশুতোষ নাথের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মোজাম্মেল হক।
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, উপ-উপাচার্য অধ্যাপক মো. মহিউদ্দিন চৌধুরী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল মনসুর চৌধুরী এবং আইকিউএসির পরিচালক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান। এছাড়া অনলাইনে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার, নানা বিভাগের উপদেষ্টা, বিভাগীয় প্রধান ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক শাফিন মো. জন ও শিক্ষকসহ কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীতকরণের মাধ্যমে বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। সেলফ অ্যাসেসমেন্ট কমিটি ও সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রয়াসই এ ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে বলে তিনি মত ব্যক্ত করেন।
অধ্যাপক ড. ইসরাত জাহান বিভাগের সব শিক্ষককে শিক্ষার্থীদের সঠিক লক্ষ্য অর্জনে একযোগে কাজ করতে উৎসাহিত করেন।
অধ্যাপক ড. আবুল মনসুর চৌধুরী দুর্বলতাগুলো চিহ্নিত করে বিভাগকে একটি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালার গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন অধ্যাপক সরওয়ার জাহান ও অধ্যাপক মো. মহিউদ্দিন চৌধুরী। তারা শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তাদের নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার ব্যাপারে গুরুত্বারোপ করেন।
কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য দেন ইসিই বিভাগের প্রধান সহকারী অধ্যাপক হƒষি রক্ষিত। কর্মশালায় প্রথম টেকনিক্যাল সেশনে ইইই ও ইসিই বিভাগের ১১ শিক্ষক ১০টি বিএসি স্ট্যান্ডার্ডের সূচক সম্পর্কে তাদের বক্তব্য উপস্থাপন করেন। কর্মশালায় দ্বিতীয় টেকনিক্যাল সেশনে কোর্স ডিজাইনের পরিকল্পনা ও অনুশীলন সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।
পরিশেষে বিভাগীয় প্রধান অধ্যাপক আশুতোষ নাথ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।