Print Date & Time : 11 September 2025 Thursday 4:41 pm

সাদার্ন ইউনিভার্সিটিতে পুরকৌশলবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের পুরকৌশল বিভাগের উদ্যোগে দুদিনব্যাপী রিসার্চ অ্যান্ড ইনোভেশন ইন সিভিল ইঞ্জিনিয়ারিং (আইসিআরআইসিই) শীর্ষক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।  

গতকাল সকালে অনলাইন প্ল্যাটফর্মে সম্মেলনের উদ্বোধন করেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক। ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও কনফারেন্সের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবুল মনসুর চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য এম মহিউদ্দিন চৌধুরী এবং উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান। সম্মেলনের প্রথম দিনের কি-নোট স্পিকার হিসেবে আর্থকোয়াক রিস্ক ইন বাংলাদেশ বিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চট্টগ্রামের (ইউএসটিসি) উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম এবং দ্বিতীয় কি-নোট সেশনে পটেনশিয়াল অ্যাপ্লিকেশন অব ক্লাইমেট ফোরকাস্ট ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন আমেরিকার পানি ও জলবায়ুবিষয়ক গবেষক ড. মো. রাশেদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্য উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক বলেন, ভবিষ্যতের জন্য কার্যকর এবং উদ্ভাবনী গবেষণার মাধ্যমে সবার মঙ্গলের জন্য অবদান রাখাই হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য। আর এ ধরনের সম্মেলন নিঃসন্দেহে গবেষকদের জন্য উপযুক্ত প্রাঙ্গণ যেখান থেকে উন্নয়নের রূপরেখা তৈরি হবে। বিশ্বের বৃহত্তর উন্নয়নের জন্য আমাদের ক্রমাগত গবেষণা এবং উদ্ভাবনে নিজেদের নিয়োজিত করতে হবে। এই মূল উদ্দেশ্য নিয়েই সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ বর্তমান সম্মেলনের থিম নির্ধারণ করেছে বৈজ্ঞানিক গবেষণা এবং উদ্ভাবন।

সম্মেলনের স্ট্র্যাকচারাল, আর্থকোয়েক, জিওটেকনিক্যাল অ্যান্ড ফাউন্ডেশন, ট্রাফিক অ্যান্ড ট্রান্সপোর্টেশন, ওয়াটার রিসোর্সেস, ফ্লাড কন্ট্রোল অ্যান্ড মিটিগেশন, এনভায়রনমেন্টাল, মেটোরিয়ালস ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট, আরবানাইজেশন অ্যান্ড বিল্ড এনভারনমেন্ট, অ্যাডভান্সেস ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এডুকেশন প্রভৃতি বিষয়ে ৩৫টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা হবে।