সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ‘ফল সেমিস্টার, ২০২২’-এ ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সুবিধার্থে দুই দিনব্যাপী ভর্তিমেলা (অ্যাডমিশন ফেয়ার) ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা উপলক্ষে ভর্তি ফি’তে নতুনদের জন্য ৩০ শতাংশ এবং পুরোনো শিক্ষার্থীদের জন্য ৫০ শতাংশ ছাড়ে ভর্তির সুযোগ থাকছে। শুধু তা-ই নয়, টিউশন ফি’তে ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় (শর্ত প্রযোজ্য) দিচ্ছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য ১০০ শতাংশ ছাড়। এছাড়া মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য রয়েছে বৃত্তিসহ নানা ধরনের সুযোগ-সুবিধা। বিজ্ঞপ্তি
