সাদার্ন ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের বিতর্ক প্রতিযোগিতা

সম্প্রতি সাদার্ন ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের উদ্যোগে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা-২০১৮ এর বাংলা ও ইংরেজি মাধ্যমের চূড়ান্ত পর্ব শেষ হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় প্রধান ও প্রো-ভিসি প্রফেসর ইঞ্জিনিয়ার এম. আলী আশরাফ, পিইঞ্জ। সহকারী অধ্যাপক ড. তাসনিমা জান্নাত ও প্রভাষক ওমর সাদাব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত ফাইনালে সভাপতিত্ব করেন বিভাগের সহকারী অধ্যাপক অমৃতা দাশ ও ইংরেজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক শাফিন মো. জন। বিচারক ছিলেন সাধারণ শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. জমির উদ্দীন, পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. তাসনিমা জান্নাত ও প্রভাষক সায়মা আখতার, ফারিয়া শাররিন, এসএম সাজীবুর রহমান, ও ওমর সাদাব চৌধুরী।
চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল ‘সরকার জলবদ্ধতা নিরসনে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে’ ও Socio-Economy Effect on Bangladesh after Becoming a developing countr। বাংলায় বিপক্ষ দল RCE-১৩ ? ইংরেজিতে পক্ষ RCE-১৯ ব্যাচ বিজয়ী হয়েছে। উভয় মাধ্যমে রানার আপ হয় জঈঊ-১৪ ব্যাচ। ফাইনালে বাংলা ও ইংরেজি মাধ্যমে সেরা বিতর্কিত নির্বাচিত হন মো. জমিরুল আলম ও মো. শেখ সোহরাব হোসেইন।
প্রো-ভিসি প্রফেসর ইঞ্জিনিয়ার এম. আলী আশরাফ বলেন, আমরা শিক্ষার্থীদের রোবট বানাতে চাই না। ইট, সিমেন্টের পড়াশোনার পাশাপাশি আমরা তাদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের মেধা ও মননশীলতার অনুশীলনে পুরকৌশল বিভাগ বদ্ধ পরিকর। বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে আমাদের দেশের নেতৃত্ব বিকাশের অনুশীলন ঘটে। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে শিক্ষার্থীদের এখন থেকেই বিতর্ক চর্চার অভ্যাস গড়ে তুলতে হবে। বিতর্ক চর্চা ফলপ্রসূ সিদ্ধান্তে পৌঁছাতে সহায়ক।