নিজস্ব প্রতিবেদক : গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৫৯টি বা ৪০ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে শ্যামপুর সুগার মিলস লিমিটেডের।
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ১৩.১৩ শতাংশ কমে ১১৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ১৩৪ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সে ১২.১৭ শতাংশ দর কমে সর্বশেষ ৪৬ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৫২ টাকা ৬০ পয়সা ছিল।
তালিকার তৃতীয় স্থানে থাকা আনলিমা ইয়ার্ন ৭.৩৭ শতাংশ দর কমেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আরএসআরএম স্টিল ৭.২২ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড ৭.০২ শতাংশ, প্রিমিয়ার লিজিং ৬.৪৫ শতাংশ, নূরানী ডাইং ৬.২৫ শতাংশ, মিথুন নিটিং ৬.২১ শতাংশ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ৬.০৮ শতাংশ ও ফ্যাস ফিন্যান্সের ৬.০৬ শতাংশ দর কমেছে।