Print Date & Time : 10 September 2025 Wednesday 8:10 pm

সাপ্তাহিক দরপতনের শীর্ষে দেশবন্ধু পলিমার

নিজস্ব প্রতিবেদক:ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ২০ দশমিক ৫০ শতাংশ।

ডিএসই থেকে প্রাপ্ত তথ্যমতে, গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ১০ কোটি ১২ লাখ ৭০ হাজার টাকার। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ৫০ কোটি ৬৩ লাখ ৬০ হাজার টাকার।

এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ৮ দশমিক ৯০ শতাংশ বা ২ টাকা ৫০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ২৫ টাকা ৬০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে ৪৫ লাখ ১০ হাজার ৪৪৫ শেয়ার ২ হাজার ৪১১ বার হাতবদল হয়, যার বাজারদর ১১ কোটি ৫৭ লাখ ১০ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ২৫ টাকা ৩০ পয়সা থেকে সর্বোচ্চ ২৭ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়। আর গত এক বছরের মধ্যে কোম্পানিটির শেয়ারদর সর্বনি¤œ ১৫ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ৩৩ টাকা ২০ পয়সার মধ্যে ওঠানামা করে।

প্রকৌশল খাতের ‘বি’ ক্যাটেগরির কোম্পানিটি ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। তাদের অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৬১ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা। মোট শেয়ারসংখ্যা ৬ কোটি ১৩ লাখ ৬৫ হাজার ১৫০। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩৩ দশমিক ৫৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১১ দশমিক ৯২ শতাংশ ও বাকি ৫৪ দশমিক ৫৪ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

সর্বশেষ ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে দেশবন্ধু পলিমার। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৭ পয়সা। আর ৩০ জুনে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ২১ পয়সা।

এদিকে গত সপ্তাহে দরপতনের তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ইউনিটদর কমেছে ১৫ দশমিক ১৫ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ৪১ লাখ ৭০ হাজার টাকার। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ২ কোটি ৮ লাখ ৩০ হাজার টাকার। এছাড়া এর পরের অবস্থানে থাকা যথাক্রমে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের ১৩ দশমিক ৪৩ শতাংশ, গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ৩ কোটি ২৩ লাখ ৭০ হাজার টাকার। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ১৬ কোটি ১৮ লাখ ৬০ হাজার টাকার। খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১১ দশমিক ০৮ শতাংশ, গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ২০ কোটি ৮০ লাখ ৪০ হাজার টাকার। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ১০৪ কোটি ১ লাখ ৯০ হাজার টাকার। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর কমেছে ১০ দশমিক ৯৮ শতাংশ, গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ৭৬ লাখ ২০ হাজার টাকার। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ৩ কোটি ৮১ লাখ ২০ হাজার টাকার। মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১০ দশমিক ৬০ শতাংশ, গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ২ কোটি ৩৪ লাখ ৩০ হাজার টাকার। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ১১ কোটি ৭১ লাখ ৭০ হাজার টাকার। খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ১০ দশমিক ৪৮ শতাংশ, গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ৯১ লাখ ৮০ হাজার টাকার। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ৪ কোটি ৫৮ লাখ ৮০ হাজার টাকার। রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১০ দশমিক ৪৫ শতাংশ, গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ৫৭ লাখ ৪০ হাজার টাকার।

আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ২ কোটি ৮৭ লাখ টাকার। এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১০ দশমিক ২৪ শতাংশ, গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ৯৩ লাখ টাকার। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ৪ কোটি ৬৪ লাখ ৯০ হাজার টাকার এবং মেট্রো স্পিনিং লিমিটেডের ১০ দশমিক ১৬ শতাংশ শেয়ারদর কমেছে।