সাপ্তাহিক দরপতনের শীর্ষে জেমিনি সি ফুড

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে জেমিনি সি ফুড পিএলসি। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ২২ দশমিক ৪৪ শতাংশ।

ডিএসই থেকে প্রাপ্ত তথ্যমতে, গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ১০ কোটি ৬৯ লাখ টাকা। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ৫৩ কোটি ৪৫ লাখ টাকা।

এর পরের অবস্থানে থাকা এপেক্স ফুটওয়্যার লিমিটেডের শেয়ারদর কমেছে ১৬ দশমিক ৭৭ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ৭ কোটি ৯০ লাখ ৯০ হাজার টাকা। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ৩৯ কোটি ৫৪ লাখ ৪০ হাজার টাকা। এডিএন টেলিকম লিমিটেডের শেয়ারদর কমেছে ১৪ দশমিক ৫১ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ৫ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকা। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ২৭ কোটি ৫৬ লাখ ২০ হাজার টাকা। মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেডের শেয়ারদর কমেছে ১২ দশমিক ৮৪ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে এক কোটি ৬২ লাখ টাকা। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ৮ কোটি ১০ লাখ ১০ হাজার টাকা। আরামিট লিমিটেডের শেয়ারদর কমেছে ১২ দশমিক ৭৮ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ৯৩ লাখ ৮০ হাজার টাকা। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ৪ কোটি ৬৯ লাখ ২০ হাজার টাকা। শমরিতা হসপিটাল লিমিটেডের শেয়ারদর কমেছে ১০ দশমিক ৪০ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ৪ কোটি ৩১ লাখ ৩০ হাজার টাকা। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ২১ কোটি ৫৬ লাখ ৭০ হাজার টাকা। ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ইউনিটদর কমেছে ১০ দশমিক ১৪ শতাংশ। গত সপ্তাহে ফান্ডটির দৈনিক গড় লেনদেন হয়েছে ৫ কোটি ৩৪ লাখ ২০ হাজার টাকা। আর সপ্তাহজুড়ে ফান্ডটির মোট লেনদেন হয় ২৬ কোটি ৭১ লাখ ২০ হাজার টাকা। ওইমেক্স ইলেকট্রোড লিমিটেডের শেয়ারদর কমেছে ৯ দশমিক ৯৬ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ২ কোটি ১৬ লাখ ৬০ হাজার টাকা। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ১০ কোটি ৮৩ লাখ ২০ হাজার টাকা। জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর কমেছে ৯ দশমিক ৮৬ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ৮৫ লাখ ৩০ হাজার টাকা। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ৪ কোটি ২৬ লাখ ৩০ হাজার টাকা। কে অ্যান্ড কিউ লিমিটেডের শেয়ারদর কমেছে ৯ দশমিক ৮৩ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ৩৮ লাখ ৫০ হাজার টাকা। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ১ কোটি ৯২ লাখ ৪০ হাজার টাকা।