নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৪ দশমিক ৬২ শতাংশ।
ডিএসই থেকে প্রাপ্ত তথ্যমতে, গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ১০ কোটি ৫৭ লাখ টাকা। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ৫২ কোটি ৮৪ লাখ টাকা।
এর পরের অবস্থানে থাকা ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর কমেছে ১২ দশমিক ৭০ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ৮৫ লাখ ৬০ হাজার টাকা। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ৪ কোটি ২৮ লাখ ২০ হাজার টাকা। রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর কমেছে ১০ দশমিক ৩৪ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ১ কোটি ৭৩ লাখ ৯০ হাজার টাকা। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ৮ কোটি ৬৯ লাখ ৪০ হাজার টাকা। ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর কমেছে ৯ দশমিক ৪৯ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ৩ কোটি ৪০ লাখ ৭০ হাজার টাকা। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ১৭ কোটি ৩ লাখ ৬০ হাজার টাকা। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর কমেছে ৮ দশমিক ৪৯ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ৪ কোটি ২১ লাখ ৩০ হাজার টাকা। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ২১ কোটি ৬ লাখ ৫০ হাজার টাকা। দেশবন্ধু পলিমার লিমিটেডের শেয়ারদর কমেছে ৮ দশমিক ৩৫ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ৩ কোটি ৯০ লাখ ২০ হাজার টাকা। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ১৯ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকা। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের কমেছে ৮ দশমিক ২৭ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ৮৭ লাখ ৩০ হাজার টাকা।