নিজস্ব প্রতিবেদক : সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮৯টি বা ২২ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে ফারইস্ট ফাইন্যান্স লিমিটেডের।
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ১৯.০৫ শতাংশ কমে ৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৪ টাকা ২০ পয়সা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফার্স্ট ফিন্যান্সের ১৪.৭১ শতাংশ দর কমে সর্বশেষ ২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৩ টাকা ৪০ পয়সা।
তালিকার তৃতীয় স্থানে থাকা ফ্যাস ফিন্যান্স ৯.৬৮ শতাংশ দর কমেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো গ্রীণ সুকুক ৮ শতাংশ, আইবিবিএল বন্ড ৭ শতাংশ, জিএসপি ফিন্যান্স ৬.৯৮ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ৬.৫০ শতাংশ, রিজেন্ট টেক্সটাইল ৬.২৫ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৬.২৫ শতাংশ ও রেনউইক যজ্ঞেশ্বরের ৫.৯৯ শতাংশ দর কমেছে।