সাপ্তাহিক দরপতনের শীর্ষে সাফকো স্পিনিং

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সাপ্তাহিক দরপতনের তালিকার শীর্ষে উঠে আসে বস্ত্র খাতের সাফকো স্পিনিং মিলস। সপ্তাহজুড়ে জেড ক্যাটেগরির কোম্পানিটির দর কমেছে ২০ দশমিক ৫১ শতাংশ।  ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে সাফকো স্পিনিংয়ের লেনদেন হয় এক কোটি ১৮ লাখ ৬৪ হাজার টাকা। গড়ে প্রতিদিন লেনদেন হয় ২৩ লাখ ৭২ হাজার ৮০০ টাকার।

দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এমএল ডায়িং। গত সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১৮ দশমিক ২৭ শতাংশ কমেছে। গত সপ্তাহে কোম্পানিটির ১৬ কোটি ৯২ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। গড়ে প্রতিদিন লেনদেন হয় তিন কোটি ৩৮ লাখ ৪৬ হাজার টাকার।

দরপতনের তালিকায় তৃতীয় স্থানে উঠে আসে লিগ্যাসি ফুটওয়্যার। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ১৩ দশমিক ৫৯ শতাংশ কমেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১২ কোটি ৯১ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। গড়ে প্রতিদিন লেনদেন হয় দুই কোটি ৫৮ লাখ ৩১ হাজার ৮০০ টাকার।

১৩ দশমিক ৫১ শতাংশ কমে চতুর্থ অবস্থানে উঠে আসে সিলকো ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৯ কোটি ১১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। গড়ে প্রতিদিন লেনদেন হয় এক কোটি ৮২ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার।

এরপরে পঞ্চম অবস্থানে উঠে আসে কনফিডেন্স সিমেন্ট। সপ্তাহজুড়ে ১৩ দশমিক ১২ শতাংশ দর কমেছে। গড়ে প্রতিদিন লেনদেন হয় এক কোটি ৬৯ লাখ ৭২ হাজার টাকার। সপ্তাহজুড়ে লেনদেন হয় আট কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকার। তালিকায় ষষ্ঠ অবস্থানে উঠে আসে ন্যাশনাল টিউবস। দর কমেছে ১৩ দশমিক শূন্য সাত শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৬ কোটি ৩৭ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। গড়ে প্রতিদিন লেনদেন হয় ৯ কোটি ২৭ লাখ ৪৮ হাজার টাকার। দরপতনে সপ্তম অবস্থানে ছিল ফরচুন শুজ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১২ দশমিক ৪২ শতাংশ কমেছে। সপ্তাহজুড়ে লেনদেন হয় ৪৮ কোটি ৩১ লাখ ২৩ হাজার টাকার। গড়ে প্রতিদিন লেনদেন হয় ৯ কোটি ৬৬ লাখ ২৪ হাজার টাকার। অষ্টম অবস্থানে থাকা রেনউইক যজ্ঞেশ্বরের দর ১১ দশমিক ৪৯ শতাংশ কমেছে। সপ্তাহজুড়ে লেনদেন হয় ৪৭ লাখ ২৭ হাজার টাকার। গড়ে প্রতিদিন লেনদেন হয় ৯ লাখ ৪৫ হাজার টাকার। শেফার্ড ইন্ডাস্ট্রিজের দর ১১ দশমিক ৪১ শতাংশ কমেছে। সপ্তাহজুড়ে লেনদেন হয় ৭৯ লাখ টাকার। গড়ে প্রতিদিন লেনদেন হয় ১৫ লাখ ৮০ হাজার টাকার এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্সের দর ১০ দশমিক ২৩ শতাংশ কমেছে। সপ্তাহজুড়ে লেনদেন হয় ১৫ কোটি ৮২ লাখ ৬৪ হাজার টাকার।