নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দর পতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মুন্নু ফেব্রিকস লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৬ দশমিক ৬৭ শতাংশ।
ডিএসই থেকে প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির প্রতিদিন গড়ে তিন কোটি ২২ লাখ ২৬ হাজার ৫০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ১২ কোটি ৮৯ লাখ ছয় হাজার টাকার শেয়ার।
এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর এক দশমিক ৫৪ শতাংশ বা ৪০ পয়সা কমে প্রতিটি শেয়ার সর্বশেষ ২৫ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল ২৫ টাকা ৫০ পয়সা। দিনজুড়ে শেয়ারদর সর্বনিম্ন ২৫ টাকা ৩০ পয়সা থেকে সর্বোচ্চ ২৬ টাকা ৬০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর ১১ টাকা থেকে ৩৭ টাকা ২০ পয়সার মধ্যে ওঠানামা করে।
এদিকে দর পতনের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। কোম্পানিটির প্রতিদিন গড়ে ১১ কোটি ২৭ লাখ ১৪ হাজার ৭৫০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৪৫ কোটি আট লাখ ৫৯ হাজার টাকার শেয়ার
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১২ দশমিক ৪৬ শতাংশ। এরপরের অবস্থানে থাকা অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর কমেছে ১১ দশমিক ৮৯ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১১ দশমিক ৫৪ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ১০ দশমিক ৯৮ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ১০ দশমিক ৫২ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৬৩ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ দশমিক ২৯ শতাংশ, ট্রাস্ট ব্যাংকের ৯ দশমিক ২৩ শতাংশ এবং ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক শূন্য দুই শতাংশ কমেছে।