Print Date & Time : 13 August 2025 Wednesday 9:24 am

সাপ্তাহিক দরপতনের শীর্ষে প্রাইম ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দর পতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১১ দশমিক ৬৪ শতাংশ।

ডিএসই থেকে প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির প্রতিদিন গড়ে এক কোটি ৬৯ লাখ ৪১ হাজার ৭৫০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ছয় কোটি ৭৭ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার।

তবে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর চার দশমিক ৫৫ শতাংশ বা ২ টাকা ৫০ পয়সা কমে প্রতিটি শেয়ার সর্বশেষ ৫২ টাকা ৪০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৫২ টাকা ৪০ পয়সা। দিনজুড়ে শেয়ারদর সর্বনি¤œ ৫২ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ৫৬ টাকায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর ২০ টাকা ৪০ পয়সা থেকে ৭১ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করে।

বিমা খাতের কোম্পানিটি ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে এবং বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে লেনদেন হচ্ছে। কোম্পানিটির ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৪০ কোটি ৮৭ লাখ ৭০ হাজার টাকা। আর বর্তমানে কোম্পানিটির রিজার্ভে রয়েছে ৩১ কোটি ১৫ লাখ টাকা।

বর্তমানে মোট ৪ কোটি ৮ লাখ ৭৭ হাজার ৪৯৮টি শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩০ দশমিক ৫২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১০ দশমিক ৫০ শতাংশ, আর সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৮ দশমিক ৯৮ শতাংশ শেয়ার রয়েছে।

এদিকে দর পতনের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির প্রতিদিন গড়ে ২ কোটি ২৫ লাখ ৮৬ হাজার ৫০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৯ কোটি ৩ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার। আলোচিত সময়ে শেয়ারটির দর কমেছে ১০ দমমিক ৬৭ শতাংশ। এর পরের অবস্থানে থাকা এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড। ফান্ডটির ইউনিটদর কমেছে ৯ দশমিক ৬৩ শতাংশ, ফান্ডটির প্রতিদিন গড়ে পাঁচ কোটি ৩১ লাখ ২৪ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ২১ কোটি ২৪ লাখ ৯৬ হাজার টাকার ইউনিট। এর পরের অবস্থানে থাকা সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের ৯ দশমিক ৫৬ শতাংশ শেয়ারদর কমেছে। �r