সাপ্তাহিক দরপতনের শীর্ষে আইসিবি ইসলামিক ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্যাংক খাতের কোম্পানি আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ২৩ দশমিক ৮৮ শতাংশ।

ডিএসই থেকে প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির প্রতিদিন গড়ে এক কোটি ৪৫ লাখ ৪৩ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে সাত কোটি ২৭ লাখ ১৭ হাজার টাকার শেয়ার।

এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর পাঁচ দশমিক ৫৬ শতাংশ বা ৩০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ পাঁচ টাকা ১০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল পাঁচ টাকা ১০ পয়সা। ওইদিন ২৮ লাখ ৪১ হাজার ৬৩৭টি শেয়ার মোট ৫৭৪ বার হাতবদল হয়, যার বাজারদর এক কোটি ৪৯ লাখ টাকা। দিনভর শেয়ারদর সর্বনি¤œ পাঁচ টাকা থেকে সর্বোচ্চ পাঁচ টাকা ৫০ পয়সায় ওঠানামা করে। এক বছরের মধ্যে শেয়ারদর তিন টাকা ৪০ পয়সা থেকে সাত টাকা ৪০ পয়সায় ওঠানামা করে।

কোম্পানিটি ১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘জেড’ ক্যাটেগরিতে অবস্থান করছে। এক হাজার ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৬৬৪ কোটি ৭০ লাখ ২০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ারের সংখ্যা ৬৬ কোটি ৪৭ লাখ দুই হাজার ৩০০টি। ডিএসই থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের ৫২ দশমিক ৭৬ শতাংশ উদ্যোক্তা বা পরিচালকদের, শূন্য দশমিক ১৭ শতাংশ সরকারি, ২২ দশমিক ৫২ শতাংশ প্রাতিষ্ঠানিক ও ২৪ দশমিক ৫৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।