সাপ্তাহিক দরপতনের শীর্ষে একমি পেস্টিসাইডস

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দর পতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ওষুধ রসায়ন খাতের কোম্পানি পেস্টিসাইডস লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৩ দশমিক ৬৯ শতাংশ।

ডিএসই থেকে প্রাপ্ত তথ্যমতে, গেল সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে তিন কোটি ৭৯ লাখ ৪৪ হাজার ২০০ টাকার। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ১৮ কোটি ৯৭ লাখ ২১ হাজার টাকার।

এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর চার দশমিক ৯১ শতাংশ বা এক টাকা ৪০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ২৭ টাকা ১০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল ২৭ টাকা ১০ পয়সা। দিনজুড়ে ১৭ লাখ ৪৫ হাজার ৭৮০টি শেয়ার মোট চার হাজার ৬৩৯ বার হাতবদল হয়, যার বাজারদর চার কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা। দিনজুড়ে শেয়ারদর সর্বনি¤œ ২৭ টাকা থেকে সর্বোচ্চ ২৮ টাকা ৭০ পয়সায় হাতবদল হয়।

পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে সম্প্রতি লেনদনে শুরু করা কোম্পানিটি বর্তমানে ‘এন’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ১৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১৩৫ কোটি টাকা। কোম্পানির রিজার্ভের পরিমাণ ৮৮ কোটি ৯৯ লাখ টাকা। কোম্পানিটির মোট ১৩ কোটি ৫০ লাখ শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের কাছে ৩১ দশমিক ৮০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ২৫ দশমিক ৯৭ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে দুই দশমিক শূন্য চার শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে বাকি ৪০ দশমিক ১৯ শতাংশ শেয়ার রয়েছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২১) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৮ পয়সা। অর্থাৎ, ইপিএস কমেছে এক পয়সা। ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর তারিখে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ৯৫ পয়সা। আর প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪০ পয়সা, যা আগের বছরের একই সময় ছিল ৪৬ পয়সা।

এদিকে দর পতনের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা বীচ হ্যাচারি লিমিটেডের শেয়ারদর কমেছে ১৩ দশমিক ৫৮ শতাংশ। গেল সপ্তাহে জেড ক্যাটেগরির কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে এক কোটি ১৩ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয় আর সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় পাঁচ কোটি ৬৫ লাখ ৮০ হাজার টাকা।

এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ছয় দশমিক শূন্য চার শতাংশ বা এক টাকা ৮০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ২৮ টাকায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল ২৮ টাকা। দিনজুড়ে দুই লাখ ৯৩ হাজার ৮৯৫টি শেয়ার মোট ৪৯৫ বার হাতবদল হয়, যার বাজারদর ৮৫ লাখ ৪০ হাজার টাকা। দিনজুড়ে শেয়ারদর সর্বনি¤œ ২৭ টাকা ৬০ পয়সা থেকে সর্বোচ্চ ৩০ টাকা ৭০ পয়সায় হাতবদল হয়।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের জন্য এক শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২২ পয়সা (লোকসান)। ৩০ জুন, ২০২১ শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯ টাকা ৫৭ পয়সা। এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২২ পয়সা (লোকসান)।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২১) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে পাঁচ পয়সা (লোকসান), যা আগের বছরের একই সময়ে ছিল সাত পয়সা (লোকসান)। ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর তারিখে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯ টাকা ৫৩ পয়সা। আর প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে দুই পয়সা (লোকসান), যা আগের বছরের একই সময় ছিল এক পয়সা।