Print Date & Time : 1 September 2025 Monday 11:36 pm

সাপ্তাহিক দরপতনের শীর্ষে ডাচ্-বাংলা ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দর পতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্যাংক খাতের কোম্পানি ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১১ দশমিক ৯৬ শতাংশ।

ডিএসই থেকে প্রাপ্ত তথ্যমতে, গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ৯২ লাখ ৩৪ হাজার ৪০০ টাকার। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ৪ কোটি ৬১ লাখ ৭২ হাজার টাকার।

এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ১ দশমিক ৭৪ শতাংশ বা ১ টাকা ২০ পয়সা কমে প্রতিটি শেয়ার সর্বশেষ ৬৭ টাকা ৭০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে শেয়ারদর সর্বনিন্ম ৬৭ টাকা ৬০ পয়সা থেকে সর্বোচ্চ ৬৮ টাকা ৯০ পয়সায় হাতবদল হয়। ওইদিন ২ লাখ ৫৮ হাজার ২০০টি শেয়ার মোট ৫০৫ বার হাতবদল হয়, যার বাজার দর এক কোটি ৭৫ লাখ টাকা। গত এক বছরে শেয়ারদর ৫৬ টাকা ৯০ পয়সা থেকে ৯৭ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করে।

কোম্পানিটি ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে লেনদেন হচ্ছে। এক হাজার ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৬৩২ কোটি ৫০ লাখ টাকা। কোম্পানিটির মোট ৬৩ কোটি ২৫ লাখ শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের কাছে ৮৪ দশমিক ৯৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক ৫ দশমিক ১৭ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে শূন্য দশমিক ০১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৯ দশমিক ৮৩ শতাংশ শেয়ার রয়েছে।