Print Date & Time : 30 August 2025 Saturday 1:09 pm

সাপ্তাহিক দরপতনের শীর্ষে জেমিনি সি ফুড

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দর পতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি জেমিনি সি ফুড লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৭ দশমিক ৪৩ শতাংশ।

ডিএসই থেকে প্রাপ্ত তথ্যমতে, গেল সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ৫ কোটি ৫১ লাখ ৬৮ হাজার টাকার। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ২৭ কোটি ৫৮ লাখ ৪০ হাজার টাকার।

এদিকে ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ সাধারণ বিনিয়োগকারীদের জন্য পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৭২ পয়সা। আর ৩০ জুন ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৯৩ পয়সা। আর আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে এক টাকা পাঁচ পয়সা।

কোম্পানিটি ১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘বি’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ৪০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন চার কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে ঘাটতির পরিমাণ চার কোটি ২৬ লাখ টাকা।

দর পতনের তালিকায় এরপরের অবস্থানে থাকা সিটি ব্যাংক লিমিটেডের শেয়ারদর কমেছে ১৭ দশমিক ০৮ শতাংশ, গেল সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ১ কোটি ৮৯ লাখ ৫৮ হাজার ৮০০ টাকার। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ৯ কোটি ৪৭ লাখ ৯৪ হাজার টাকার।