নিজস্ব প্রতিবেদক: সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনের শীর্ষে উঠে আসে ফরচুন শুজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৬৬ লাখ ৪৪ হাজার ৪টি শেয়ার ৩৬৫ কোটি ৯৭ লাখ ২৩ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৭ দশমিক ৮১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১২ দশমিক ৮০ শতাংশ বেড়েছে।
এদিকে সর্বশেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ১ দশমিক ৪৯ শতাংশ বা ২ টাকা ১০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ১৪২ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে ৯৭ লাখ ৩ হাজার ৭৮০টি শেয়ার মোট ৩ হাজার ২১২ বার হাতবদল হয়, যার বাজারদর ১৩৮ কোটি ৬০ লাখ ৫০ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ১৩৭ টাকা ৯০ পয়সা থেকে সর্বোচ্চ ১৪৫ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর ১৫ টাকা ৯০ পয়সা থেকে ১৪৫ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করে।
কোম্পানিটি ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে লেনদেন হচ্ছে। ২৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১৬২ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৫৭ কোটি ৮২ লাখ টাকা।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৫৯ পয়সা। ৩০ জুন, ২০২১ শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা ২৪ পয়সা। এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে এক টাকা ১৬ পয়সা।