Print Date & Time : 5 August 2025 Tuesday 6:52 am

সাপ্তাহিক লেনদেনের দুই দশমিক ৪৩ শতাংশ লাফার্জহোলসিমের

নিজস্ব প্রতিবেদক: সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনের দ্বিতীয় শীর্ষ অবস্থানে ছিল লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির দুই কোটি ৫০ লাখ ৪২ হাজার ৭৭৫টি শেয়ার ১৫৫ কোটি ৫৬ লাখ ৫৪ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের দুই দশমিক ৪৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর আট দশমিক ২৬ শতাংশ বেড়েছে।

আর লেনদেনের এ তালিকার শীর্ষ অবস্থানে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। সপ্তাহজুড়ে ‘বি’ ক্যাটেগরির কোম্পানিটির চার কোটি ৭৯ লাখ ৫৭ হাজার ৯৪টি শেয়ার ৪৩৬ কোটি ৪৩ লাখ ৬০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ছয় দশমিক ৮১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর তিন দশমিক ২৪ শতাংশ বেড়েছে।

তালিকায় তৃতীয় স্থানে ছিল কেয়া কসমেটিকস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৪ কোটি ৮৩ লাখ ৪৩ হাজার ৪০১টি শেয়ার ১৩৬ কোটি ৫১ লাখ ৭২ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের দুই দশমিক ১৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৯ দশমিক ৩০ শতাংশ বেড়েছে।

আর চতুর্থ অবস্থানে থাকা এমএল ডায়িং লিমিটেডের সপ্তাহজুড়ে তিন কোটি ৫১ লাখ ৩৮ হাজার ৪১৯টি শেয়ার ১১৫ কোটি ৭৯ লাখ ১৮ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের এক দশমিক ৮১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর আট দশমিক ৯৩ শতাংশ বেড়েছে।

আর পঞ্চম অবস্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের সপ্তাহজুড়ে দুই কোটি ৭৭ লাখ ৩০ হাজার ৫৫৮টি শেয়ার ১০৩ কোটি ১৪ লাখ ৭৪ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের এক দশমিক ৬১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর দুই দশমিক ২৫ শতাংশ বেড়েছে।

ষষ্ঠ অবস্থানে থাকা ন্যাশনাল ফিড মিল লিমিটেডের সপ্তাহজুড়ে দুই কোটি ৫৮ লাখ ২১ হাজার ৫০২টি শেয়ার ৯৯ কোটি ৪৯ লাখ ৪৯ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের এক দশমিক ৫৫ শতাংশ। $-�{F�-By ��&