নিজস্ব প্রতিবেদক: সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনের দ্বিতীয় শীর্ষ অবস্থানে ছিল পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির তিন কোটি ৭১ লাখ ৫৯ হাজার ৮১৩টি শেয়ার ১৮২ কোটি ১৩ লাখ ২৬ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের দুই দশমিক ৭২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর দুই দশমিক শূন্য ৯ শতাংশ বেড়েছে।
আর লেনদেনের এ তালিকার শীর্ষ অবস্থানে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। সপ্তাহজুড়ে ‘বি’ ক্যাটেগরির কোম্পানিটির ছয় কোটি ২০ লাখ ৬৯ হাজার ১৬৩টি শেয়ার ৫৯৪ কোটি ৩৬ লাখ ৪৫ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের আট দশমিক ৮৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর পাঁচ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে।
তালিকায় তৃতীয় স্থানে ছিল লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির দুই কোটি ৩২ লাখ ৮৫ হাজার ৯৮৭টি শেয়ার ১৫০ কোটি ১৮ লাখ ৩৫ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের দুই দশমিক ২৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর শূন্য দশমিক ৯৩ শতাংশ কমেছে।
আর চতুর্থ অবস্থানে থাকা বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের সপ্তাহজুড়ে দুই কোটি ১৬ লাখ ৩৪ হাজার ৬৩০টি শেয়ার ১১১ কোটি ৯০ লাখ ৮২ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের এক দশমিক ৬৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর তিন দশমিক ৪৮ শতাংশ বেড়েছে।
আর পঞ্চম অবস্থানে থাকা সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সপ্তাহজুড়ে এক কোটি ৪৬ লাখ আট হাজার ৫৯৭টি শেয়ার ১১০ কোটি ৯ লাখ ৮৫ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের এক দশমিক ৬৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৩৭৩ দশমিক ৭৫ শতাংশ বেড়েছে।
ষষ্ঠ অবস্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের সপ্তাহজুড়ে দুই কোটি ৪০ লাখ ৮৪ হাজার ১৮০টি শেয়ার ৮৯ কোটি ৫৬ লাখ ৪৪ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের এক দশমিক ৩৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর এক দশমিক ৩৭ শতাংশ কমেছে। সপ্তম অবস্থানে থাকা প্যারামাউন্ট টেক্সটাইলের এক কোটি ৪৬ লাখ ৯৩ হাজার ৫৩টি শেয়ার ৮৫ কোটি ৫৪ লাখ ৬২ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের এক দশমিক ২৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর সাত দশমিক শূন্য পাঁচ শতাংশ বেড়েছে।