Print Date & Time : 11 September 2025 Thursday 6:22 am

সাপ্তাহিক লেনদেনের সাড়ে পাঁচ শতাংশ শাইনপুকুর সিরামিকের

নিজস্ব প্রতিবেদক: সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনের শীর্ষে উঠে আসে সিরামিক খাতের কোম্পানি শাইনপুকুর সিরামিকস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫ কোটি ৬৫ হাজার ১৫৪টি শেয়ার ২৩৬ কোটি ৯ লাখ ১৯ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৫ দশমিক ৪৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২২ দশমিক ৩৮ শতাংশ বেড়েছে।

এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ১ দশমিক ৯৫ শতাংশ বা ১ টাকা কমে প্রতিটি সর্বশেষ ৫০ টাকা ৩০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ৫০ টাকা ৩০ পয়সা থেকে সর্বোচ্চ ৫৩ টাকা ৬০ পয়সায় ওঠানামা করে। এক বছরের মধ্যে শেয়ারদর ২৪ টাকা ৫০ পয়সা থেকে ৫৩ টাকা ৬০ পয়সায় ওঠানামা করে।

‘বি’ ক্যাটেগরির কোম্পানিটি ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১৪৬ কোটি ৯৬ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৩০৩ কোটি ২৬ লাখ টাকা। কোম্পানিটির ১৪ কোটি ৬৯ লাখ ৬৬ হাজার ৫৫ শেয়ার রয়েছে।

আর লেনদেনের এ তালিকার দ্বিতীয় অবস্থানে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৫৭ লাখ ১০ হাজার ২৯২টি শেয়ার ২০৬ কোটি ৪০ লাখ ৭৮ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৪ দশমিক ৮০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১ দশমিক ৫৮ শতাংশ বেড়েছে।