নিজস্ব প্রতিবেদক: সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে আসে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট ৫ কোটি ৯৭ লাখ ৫৩ হাজার ৩ শেয়ার ১২১ কোটি ২৭ লাখ ৭০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৫ দশমিক ৩২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৩৬ দশমিক ৪২ শতাংশ বেড়েছে।
গতকাল ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর শূন্য দশমিক ৯০ শতাংশ বা ২০ পয়সা কমে প্রতিটি শেয়ার সর্বশেষ ২২ টাকা ১০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে ১ কোটি ১৬ লাখ ৩৩ হাজার ৪৬৮টি শেয়ার ৫ হাজার ৫৯৬ বার হাতবদল হয়, যার বাজারদর ২৫ কোটি ৭০ লাখ ১০ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনিম্ন ২১ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ২২ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়।
ওষুধ ও রসায়ন খাতের এ কোম্পানিটি ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘বি’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ৩০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১১৯ কোটি ৮০ লাখ ১০ হাজার টাকা। কোম্পানিটির ১১ কোটি ৯৮ লাখ ৮৪৪ শেয়ার রয়েছে।
গত সপ্তাহে লেনদেনের তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থানে উঠে আসে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট ৩ কোটি ৪০ লাখ ৯৩ হাজার ১৫৫ শেয়ার ১০০ কোটি ৮৩ লাখ টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৪ দশমিক ৪২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১৫ দশমিক ৫৬ শতাংশ বেড়েছে।
এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে শেয়ারদর ৮ দশমিক ৩৩ শতাংশ বা ২ টাকা ৪০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৩১ টাকা ২০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে ৭১ লাখ ৮৮ হাজার ৪৯২টি শেয়ার মোট ৫ হাজার ১২৪ বার হাতবদল হয়, যার বাজারদর ২১ কোটি ৭৩ লাখ টাকা। দিনভর কোম্পানিটির শেয়ারদর সর্বনিম্ন ২৮ টাকা ৮০ পয়সা এবং সর্বোচ্চ ৩১ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়।
কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘বি’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৭৩ কোটি চার লাখ টাকা। কোম্পানিটির মোট ৭ কোটি ৩০ লাখ ৪০ হাজার শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩৯ দশমিক ৭৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক ১ দশমিক ১১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে বাকি ৫৯ দশমিক ১৩ শতাংশ শেয়ার রয়েছে।
লেনদেনের তালিকায় তৃতীয় অবস্থানে ছিল ফু ওয়াং ফুড লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট ২ কোটি ৪৫ লাখ ৬৯ হাজার ৮৪০ শেয়ার ৭৬ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৩ দশমিক ৩৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর দশমিক ৯৭ শতাংশ বেড়েছে। লেনদেনের তালিকায় চতুর্থ অবস্থানে ছিল ইয়াকিন পলিমার লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট ২ কোটি ২৪ লাখ ৮ হাজার ৬৭৫ শেয়ার ৬৯ কোটি ৭১ লাখ ৬০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৩ দশমিক ০৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৮ দশমিক ১৪ শতাংশ বেড়েছে।