Print Date & Time : 6 July 2025 Sunday 9:54 pm

সাপ্তাহিক লেনদেনের ৬ শতাংশ ওরিয়ন ইনফিউশনের

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের শেয়ার গত সপ্তাহে লেনদেনের তালিকায় শীর্ষে অবস্থান করছে। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অবদান ৫ দশমিক ৯২ শতাংশ।
এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ১ দশমিক ২৬ শতাংশ বা ৪ টাকা ৮০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৩৮৬ টাকা ৯০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে শেয়ারদর ৩৮০ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ৩৯১ টাকা ৩০ পয়সায় হাতবদল হয়। এ দিন ৬ লাখ ৩০ হাজার ৬৯৪টি শেয়ার ৩ হাজার ৩৬৪ বার হাতবদল হয়, যার বাজারদর ২৪ কোটি ৩৮ লাখ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ২১৭ টাকা ২০ পয়সা থেকে ৬৯৭ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ওরিয়ন ইনফিউশনস লিমিটেড। আর এ প্রান্তিকে তাদের শেয়ারপ্রতি আয় আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে। প্রাপ্ত তথ্যমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৬৬ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি আয় ১২ পয়সা কমেছে। এছাড়া ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৯৯ পয়সা। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ দাঁড়িয়েছে ২০ পয়সা, যা আগের বছর একই সময় ৮ পয়সা ছিল।

ওরিয়ন ইনফিউশন ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। কোম্পানির ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ২০ কোটি ৩৬ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ১১ কোটি ৯ লাখ টাকা। কোম্পানির মোট ২ কোটি ৩ লাখ ৫৯ হাজার ৭৬০ শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৪০ দশমিক ৬১ শতাংশ, প্রাতিষ্ঠানিক ১২ দশমিক ৬৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে শূন্য দশমিক ০৫ শতাংশ এবং বাকি ৪৬ দশমিক ৬৫ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে। ওষুধ ও রসায়ন খাতের ওরিয়ন ইনফিউশন লিমিটেড ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য সর্বমোট ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ০৮ পয়সা। ৩০ জুন, ২০২৪ শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫ টাকা ৪৫ পয়সা। এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ৮২ পয়সা। এর আগে ওরিয়ন ইনফিউশন লিমিটেড ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য সর্বমোট ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

৩০ জুন, ২০২৩ সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ০৬ পয়সা। ৩০ জুন, ২০২৩ শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা ৩২ পয়সা। এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ৯৮ পয়সা। এর আগে ওরিয়ন ইনফিউশন ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য সর্বমোট ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১০ পয়সা। ৩০ জুন, ২০২২ তারিখে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা ২২ পয়সা। এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ২৩ পয়সা। এর আগে ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে, যা তার আগের বছরের সমান। আলোচিত সময়ে ইপিএস হয়েছে এক টাকা ৩৭ পয়সা এবং ৩০ জুন ২০২১ তারিখে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩ টাকা ১০ পয়সা।