মোহাম্মদ সাফওয়ান চৌধুরী সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদের ৪৭৩তম সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদে পুনর্র্নিবাচিত হয়েছেন। মোহাম্মদ সাফওয়ান চৌধুরী দেশের একজন বিশিষ্ট শিল্পপতি। তিনি সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি। সাফওয়ান চৌধুরী বর্তমানে এম আহমেদ টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি লিমিটেড, ফুলবাড়ি টি এস্টেটস লিমিটেড, এম আহমেদ কোল্ডস্টোরেজ লিমিটেড, প্রিমিয়ার ডায়িং অ্যান্ড ক্যালেন্ডারিং লিমিটেড এবং এম আহমেদ ফুড অ্যান্ড স্পাইসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে নিয়োজিত এনজিও ‘এফআইভিডিবি’-এর বর্তমান প্রেসিডেন্ট। বিজ্ঞপ্তি

Print Date & Time : 29 August 2025 Friday 9:26 pm
সাফওয়ান চৌধুরী ব্যাংক এশিয়ার ভাইস চেয়ারম্যান পুনর্র্নিবাচিত
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: