Print Date & Time : 9 September 2025 Tuesday 1:40 pm

সাফা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেল বাংলাদেশ ফাইন্যান্স

সেরা আর্থিক প্রতিবেদন প্রকাশে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড এবার জিতে নিল সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) অ্যাওয়ার্ড। দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব শ্রীলঙ্কা কলম্বো থেকে ভার্চুয়াল মাধ্যমে সাফা বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২০-এর আয়োজন করে। সাফার পক্ষ থেকে আইসিএবির সভাপতি মো. শাহাদৎ হোসেন এ পুরস্কার দেন। এ সময় তার সঙ্গে ছিলেন সাফার উপদেষ্টা একেএম দেলোয়ার হোসাইন, আইসিএবির সাবেক সভাপতি মাহমুদুল হাসান খসরু ও কাউন্সিল সদস্য মো. হুমায়ুন কবীর। গতকাল কারওয়ান বাজারের সিএ ভবনে বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির স্বতন্ত্র পরিচালক মো. রোকনুজ্জামান ও ব্যবস্থাপনা পরিচালক মো. কায়সার হামিদ। বিজ্ঞপ্তি