বৈশ্বিক সামুদ্রিক শক্তির গতিধারায় পরিবর্তনের সম্ভাবনা
শেয়ার বিজ ডেস্ক: সাগরের তলদেশে সাবমেরিন কেবল কাটার জন্য একটি শক্তিশালী যন্ত্র তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। এই যন্ত্রটি ইস্পাত, রাবার এবং পলিমার দিয়ে তৈরি কেবল কাটতে পারবে, যা বৈশ্বিক ডেটা ট্রান্সমিশনের ৯৫ শতাংশের জন্য অপরিহার্য। এই প্রযুক্তি বৈশ্বিক সামুদ্রিক শক্তির গতিধারা পরিবর্তন করে ফেলতে পারে। বিশ্বব্যাপী ডেটা স্থানান্তর এবং বিদ্যুৎ সরবরাহের জন্য সমুদ্রের ৪ হাজার মিটার গভীরে সাবমেরিন কেবল স্থাপন করা হয়। খবর: সিএনবিসি।
নতুন এই প্রযুক্তি তৈরি করেছে চীনের শিপ সায়েন্স রিসার্চ সেন্টার এবং তার স্টেট কি ল্যাবরেটরি অব ডিপ-সি ম্যানড ভেহিক্যালস। এই যন্ত্রটি চীনের আধুনিক নাবিকসহ ও নাবিক ছাড়া সাবমেরিন, যেমন ফেনডৌঝে এবং হাইডৌ সিরিজের সঙ্গে সমন্বয় সাধন করে কাজ করে। এগুলো গভীর সমুদ্রে চীনকে নতুন ক্ষমতা দেবে। এটি মূলত বেসামরিক উদ্ধারকাজ এবং সমুদ্রতল খনিজ খননের জন্য তৈরি করা হলেও, যন্ত্রটির অন্য কোনো অসৎ উদ্দেশ্যে ব্যবহারের সম্ভাবনা অন্যান্য দেশের জন্য উদ্বেগের কারণ হতে পারে। অর্থাৎ এটি অন্য কোনো সামরিক উদ্দেশ্যেও ব্যবহার করা যেতে পারে, যা অন্য দেশগুলোর জন্য হুঁশিয়ারি সংকেত হতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন গুয়াম অঞ্চলের মতো কৌশলগত স্থানের কাছাকাছি সমুদ্রের কেবল কেটে ফেললে তা বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করতে পারে। কারণ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ ধরনের যোগাযোগ নেটওয়ার্কের ওপর নির্ভরশীল। এসব কেবল তাদের প্রতিরক্ষা কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। গত বছরের নভেম্বর সাবমেরিনের মাধ্যমে বাল্টিক সাগরে কেবলের ক্ষতিসাধনের ঘটনা এ নেটওয়ার্কগুলোর ভঙ্গুরতা সম্পর্কে বৈশ্বিক সচেতনতা বাড়িয়েছে।
গভীর সমুদ্রে কাজ করার প্রযুক্তিগত চ্যালেঞ্জগুলোকে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে চীনের কেবল কাটার যন্ত্রটি। চীনের প্রকৌশলী হু হাওলংয়ের নেতৃত্বে তৈরি এই যন্ত্রে ‘টাইটানিয়াম শেলের সঙ্গে ওয়েল-কমপেনসেটেড সিল’ ব্যবহার করা রয়েছে। ফলে যন্ত্রটি গভীর সমুদ্রের প্রচণ্ড চাপ সহ্য করতে পারে এবং দীর্ঘ সময় ব্যবহারের পরেও এটি ক্ষয়ে যাওয়ার কম ঝুঁকি থাকে। যন্ত্রটির মধ্যে একটি হীরার প্রলেপযুক্ত গ্রাইন্ডিং হুইল রয়েছে, যা ১ হাজার ৬০০ আরপিএম গতিতে ঘুরে স্টিলের কেবল ভেঙে ফেলতে পারে। কাজের সময় এটি সমুদ্রের নিচে সামান্য কম কম্পন তৈরি করলেও এটি কার্যকরভাবে শক্তি ব্যবহার করে। ফলে সাবমার্সিবলের সীমিত শক্তি ব্যবহার করে যন্ত্রটি কাজ করতে পারে।