Print Date & Time : 5 August 2025 Tuesday 5:19 am

সাবেক অতিরিক্ত সচিব শফিউল্লাহ আর নেই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক হাসান আল শাফির পিতা অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব অধ্যাপক মুহাম্মদ শফিউল্লাহ আর নেই। ইন্নালিল্লাহি…রাজিউন। গত ১৯ জুলাই রোববার রাত সাড়ে ১১ টায় ক্যান্সার আক্রান্ত হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।

তিনি ১৯৪৪ সালে ফেনী জেলার দাগনভুঁইয়ায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৬ সালে পদার্থবিদ্যায় এমএসসি ডিগ্রি অর্জন করার পর তিনি সরকারি কলেজের শিক্ষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন।

দীর্ঘসময় শিক্ষকতার পর তিনি প্রশাসনে যোগদান করে অতিরিক্ত সচিব হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি পেশাগত জীবনের পাশাপাশি বাংলাদেশে বিজ্ঞান শিক্ষা জনপ্রিয় করার জন্য নিরলস পরিশ্রম করে গেছেন।

তিনি বিজ্ঞান, ইসলাম, মুসলিম মনীষী এবং শিশুদের জন্য বিজ্ঞান বিষয়ক বেশ কিছু বই ও প্রবন্ধ রচনা করেছেন। তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে-কুরআনের আলোকে বিজ্ঞান, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, নির্বাক বৈজ্ঞানিক, সেরা কজন মুসলিম বৈজ্ঞানিক ইত্যাদি। তিনি তাঁর স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনীদের রেখে গেছেন। বিজ্ঞপ্তি