Print Date & Time : 8 July 2025 Tuesday 9:01 am

সাবেক আইজিপি শহীদুলসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের অনুমতি

শেয়ার বিজ ডেস্ক : রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে জঙ্গী নাটক সাজিয়ে ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি এ কে এম শহীদুল হকসহ তিনজনকে পুনরায় জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।

বুধবার (৭ মে) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই আদেশ দেন।

আদেশে বলা হয়, সাবেক আইজিপি একেএম শহীদুল হককে ২৫ মে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াকে ২৭ মে এবং ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লাকে ২৯ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সেভ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া আগামী ১৪ জুলাই এই মামলায় পরবর্তী শুনানির জন্য দিন ঠিক করেছেন আদালত।

এর আগে, গত ৯ এপ্রিল তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই তিন অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে তদন্ত সংস্থার হেফাজতে নিয়ে ২১ এপ্রিল, ২২ এপ্রিল ও ২৩ এপ্রিল জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এ মামলা ছাড়াও তাদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে হত্যা মামলা রয়েছে বলেও জানা গেছে।