Print Date & Time : 13 September 2025 Saturday 10:11 pm

সাবেক মন্ত্রী পলক ১২ দিনের রিমান্ডে

প্রতিনিধি, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জে সাবেক আইসিটি মন্ত্রী জুনাইদ আহমেদ পলককে তিনটি মামলায় ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত।

মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে নারায়ণগঞ্জের সদর মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত তিনটি হত্যা ও বিষ্ফোরক মামলায় তাকে আদালতে হাজির করে পুলিশ।

তথ্যটি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর (ইনচার্জ) আব্দুল কাইয়ুম জানান, দুটি থানার হত্যা ও বিস্ফোরকের তিন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চার দিন করে ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।