Print Date & Time : 16 August 2025 Saturday 11:17 pm

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের করোনা পজিটিভ

নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল রাত ৯টার দিকে তার শরীরে কভিড-১৯ সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয়। এর আগে ঠাণ্ডা-জ্বর নিয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগ নেতা সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল দুপুরের দিকে তাকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। রাত ৯টার দিকে নমুনা পরীক্ষার ফল পাওয়া যায়। এতে তার শরীরে করার বিষয়টি শনাক্ত হয়।

বর্তমানে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মহিউদ্দন আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।