Print Date & Time : 7 August 2025 Thursday 4:26 am

সাবেরীর ভুল স্বীকার করা উচিত

শোবিজ ডেস্ক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা অমর একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে অভিনেত্রী সাবেরী আলমের দেওয়া ‘দ্বিমুখী’ বক্তব্যের ভিডিওটি এখন ভাইরাল। এ প্রসঙ্গে কথা বলেছেন আরেক জনপ্রিয় অভিনয়শিল্পী ইলোরা গহর। এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাবেরীকে ‘ভুল স্বীকার’ ও ‘দুঃখ প্রকাশ’ করার জন্য আহ্বান জানিয়েছেন ইলোরা।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ইলোরা গহর নিজের ফেসবুকে এ-সংক্রান্ত একটি ভিডিও আপলোড করেছেন। এখানে তিনি সাবেরীকে উদ্দেশ করে বলেছেন, ‘আমরা শিল্পীরা মনে করি, আপনি যে ভুলটা করেছেন সেটা অজান্তে করেছেন। আমরা আপনার পাশে আছি। এই ভুলটা যাতে আর কেউ না করে, অজান্তে বলা ভুলের জন্য সরি হতে অসুবিধা নেই। আমার মনে হয়, ভুল স্বীকার করলে আপনাকে সবাই বাহবা দেবে, অসম্মান কেউ করবে না। আপনি একজন গুণী শিল্পী।’

ইলোরার মতে, শহীদ মিনারের মূল বেদির পবিত্রতা রক্ষা করার দায়িত্ব সবার। সেখানে জুতা পরে যাওয়া উচিত নয়। এজন্য মূল বেদির বাইরে জুতা রাখার ব্যবস্থা করতে পারে কর্তৃপক্ষ।

https://www.youtube.com/watch?v=9PNpJRQPxjM