সাভারের কারখানায় ২৯৭ কোটি টাকা বিনিয়োগ করবে বিএটি

নিজস্ব প্রতিবেদক : সাভার কারখানায় ২৯৭ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটি বাংলাদেশ)। স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে গতকাল বৃহস্পতিবার প্রকাশিত বিবৃতিতে কোম্পানিটি এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, ঢাকা কারখানা বন্ধের পরিপ্রেক্ষিতে সাভার কারখানার বর্তমান উৎপাদন সক্ষমতা বাড়ানোর জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ ২৯৭ কোটি টাকা (প্রায় ২০ মিলিয়ন পাউন্ড) বিনিয়োগের অনুমোদন দিয়েছে। গত ২৫ জুন অনুষ্ঠিত পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

নিজস্ব উৎস এবং কোম্পানির নগদ প্রবাহের ওপর ভিত্তি করে নেয়া ব্যাংক ঋণের মাধ্যমে এ বিনিয়োগের অর্থায়নের জোগান দেয়া হবে।

উল্লেখ্য, ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের সঙ্গে লিজ চুক্তি নবায়নের আপিল সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যাওয়ার পর রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকায় অবস্থিত প্রধান কার্যালয় ও কারখানার জায়গা খালি করে দিচ্ছে বিএটি বাংলাদেশ।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ গত ২৯ মে লিজ নিয়ে বিরোধ-সংক্রান্ত হাইকোর্টের আগের একটি আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে বিএটি বাংলাদেশের করা এই আপিল আপিল খারিজ করে দেন।

এর আগে গত বছরের ১২ ডিসেম্বর হাইকোর্টও মহাখালী ডিওএইচএসের জমির লিজ চুক্তি নবায়নে ক্যান্টনমেন্ট বোর্ডের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কোম্পানিটির করা রিট আবেদন খারিজ করে দেন।

বিএটি বাংলাদেশের ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদনের তথ্যানুসারে, প্রতিষ্ঠানটি ১৯৬৪ সাল থেকে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের কাছ থেকে কারখানার জায়গা লিজে নিয়ে পরিচালনা করে আসছিল। প্রতি লিজ চুক্তির মেয়াদ ৩০ বছর এবং সর্বোচ্চ ৯০ বছর পর্যন্ত নবায়নের সুযোগ ছিল।

বাকি ৩০ বছরের জন্য লিজ নবায়নের আবেদন করেছিল বিএটি, কিন্তু ক্যান্টনমেন্ট বোর্ড সেটি নাকচ করে দিলে কোম্পানিটি চুক্তিগত অধিকারের দাবি তুলে আইনি লড়াইয়ে নামে।

পরিবেশবাদীরা পরিবেশ দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বহুবার মহাখালী থেকে এই কারখানা সরানোর দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।

বর্তমানে বিএটি বাংলাদেশের তিনটি কারখানা রয়েছে- মহাখালী, সাভার ও মানিকগঞ্জে। এছাড়াও কুষ্টিয়ায় একটি পাতা প্রক্রিয়াকরণ কারখানা (গ্রিন লিফ ট্র্যাশ প্ল্যান্ট) রয়েছে।

বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তান) প্রথম কারখানা স্থাপিত হয় ১৯৪৯ সালে চট্টগ্রামের ফৌজদারহাটে। এরপর ১৯৬৫ সালে পাকিস্তান টোব্যাকো কোম্পানির দ্বিতীয় কারখানা গড়ে ওঠে মহাখালীতে।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কোম্পানিটির নাম হয় বাংলাদেশ টোব্যাকো কোম্পানি লিমিটেড। বিএটি গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে করপোরেট পরিচয়ের মিল রেখে ১৯৯৮ সালে নাম পরিবর্তন করে হয় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ। ১৯৭৭ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।