সাভারে কারখানা বন্ধের ঘোষণায় শ্রমিকদের বিক্ষোভ

প্রতিনিধি, সাভার: ঢাকার সাভারের হেমায়েতপুর ঋষিপাড়া এলাকায় বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় ‘নো ওয়ার্ক, নো পে’র ভিত্তিতে একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সকাল সাড়ে ৭ টার দিকে JEANS MANUFACTURING COMPANY LTD এর শ্রমিকরা সড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

পরে দীর্ঘ দুই ঘন্টা সড়কটি অবরোধ করে রাখার পর সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা সেনাবাহিনীর সদস্যদের অনুরোধে সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে সড়কের পাশে অবস্থান নেয়।

আন্দোলনরত শ্রমিকরা জানান, আসন্ন ঈদ উপলক্ষে মালিকপক্ষ শ্রমিকদের জন্য সব মিলিয়ে ৮ দিন ছুটি ঘোষণা করে। এর মধ্যে সরকারি ছুটি ব্যাতিত বাকিগুলো শ্রমিকদের অর্জিত এবং জেনারেল ডিউটির মাধ্যমে সমন্বয় করার কথা। মালিকপক্ষ তাদের পক্ষ থেকে অতিরিক্ত একদিন ছুটি দিয়েছে।

কিন্তু শ্রমিকদের দাবি ৮ দিনের পরিবর্তে ১০ দিনের ছুটি ঘোষণা করা। একইসাথে ঈদ উপলক্ষে চলতি মার্চ মাসের ২০ দিনের বেতন এবং ওভারটাইমের টাকাও পরিশোধের দাবি তোলেন শ্রমিকরা।

শ্রমিকদের অভিযোগ, এসব দাবিতে গতকাল কারখানার অভ্যন্তরে কর্মবিরতি পালন করাকালীন মালিকপক্ষ কয়েকজন বহিরাগতকে কারখানায় প্রবেশ করালে উত্তেজনা সৃষ্টি হয়। পরে এনিয়ে কারখানার অভ্যন্তরে হট্টগোল সৃষ্টি হলে মালিকপক্ষ শ্রমিকদের নামে একটি মামলা দায়ের করে বলেও দাবি করেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক কারখানাটির একজন সুইং অপারেটর বলেন, মূলত ঝামেলা শুরু হয়েছে গতকাল। গতকাল এসব দাবিতে শ্রমিকরা কাজ বন্ধ করে বসে থাকাকালীন মালিকপক্ষ ৫/৬ জন বহিরাগতকে কারখানায় ঢোকালে ঝামেলা সৃষ্টি হয়। পরে এটা নিয়ে একজন কর্মকর্তাকেও মারধর করা হয়, তিনি এখন হাসপাতালে আছেন যতদূর জানি। পরে আমাদের বলা হয়েছিল আজ সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে নিয়ে বিষয়টি সমাধান করা হবে। কিন্তু সকালে আমরা শ্রমিকরা কারখানায় এসে দেখি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করছে পাশাপাশি জানতে পেরেছি মালিকপক্ষ মামলা দায়ের করেছে এবং সেই মামলায় কয়েকজন শ্রমিককে পুলিশ আটক করেছে রাতে।

যদিও মামলা দায়ের এবং শ্রমিক গ্রেপ্তারের বিষয়ে শ্রমিকদের দাবির বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

এবিষয়ে সকাল থেকে একাধিকবার ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারসহ সাভার মডেল থানার একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করেও ফোন রিসিভ না করায় তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।

কারখানাটি বন্ধের নোটিশে বলা হয়, এতদ্বারা জিন্স ম্যানুফ্যাকচারিং কোঃ লিঃ এর সকল শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ফ্যাক্টরীতে কর্মরত কিছু উচ্ছৃঙ্খল শ্রমিকের দাঙ্গা-হাঙ্গামা, ভাংচুর, সহিংসতা ও মারামারি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করায় কোম্পানীর সার্বিক নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা-১৩(১) অনুযায়ী জিন্স ম্যানুফ্যাকচারিং কোঃ লিঃ এর কারখানা কর্তৃপক্ষ আগামীকাল ২৫ মার্চ ২০২৫ ইং তারিখ থেকে অনিদিষ্টকালের জন্য কানখানা বন্ধ ঘোষনা করা হলো।

নোটিশে আরও বলা হয়, পরবর্তীতে কারখানা খোলার অনুকূলে পরিবেশ সৃষ্টি হলে কারখানা খোলার তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে।