সাভারে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রতিনিধি, সাভার (ঢাকা) : সাভার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়সাল আহম্মেদকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে সাভারের ভাকুর্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গতকাল শুক্রবার দুপুরে সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার ফয়সাল আহম্মেদ সাভারের মশুরিখোলা এলাকার মো. সালাউদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, ৫ আগস্টের একটি মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।