প্রতিনিধি, সাভার: সাভারের বিভিন্ন এলাকায় নারীদের উত্যক্ত ও হেয় প্রতিপন্নকরাসহ নানা অপরাধে জড়িত থাকায় খালিদ মাহমুদ ওরফে হৃদয় খান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে তার উত্ত্যক্ত করার ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকে আটক করা হয়।
সোমবার রাত ৮ টার দিকে ঢাকা জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সোমবার বিকেল আনুমানিক ৪টার দিকে খালিদ মাহমুদ হৃদয় খানকে আটক করা হয়েছে।
এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যমে খালিদ মাহমুদ ওরফে হৃদয় খানের ফেইসবুক পেইজে আপলোড হওয়া নারী বিদ্বেষী নানা কর্মকাণ্ডের ভিডিও বিভিন্ন ব্যক্তি ও ফেইসবুক পেইজ ভাইরাল হয়। সেসকল ভিডিওর প্রেক্ষিতে দাবি ওঠে তাঁকে গ্রেপ্তারের।
আটক যুবকের নাম খালিদ মাহমুদ ওরফে হৃদয় খান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটা ফেসবুক পেইজে খালিদ মাহমুদ হৃদয় খানকে দেখা যায় পাগলের বেশ ধারন করে বিভিন্ন মেয়েদের হিজাব ছাড়া বের না হওয়ার জন্য তাদের প্রতি অশালীন মন্তব্য করছে। এটা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এবং এতে করে সমাজের সব মেয়েদের হেয় করছেন।
তিনি আরও বলছেন, হিজাব না পড়লে ধর্ষিত হবেন এবং তার নারীদের প্রতি মন্তব্য অনেক আপত্তিকর। ভিডিওতে কম বয়সী মেয়েদের প্রতিও তিনি অশালীন মন্তব্য করেন , বিশেষকরে যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে সেখান উপস্হিত মেয়ে ২টি হিন্দু ধর্মের বলতে শুনা যায়। তাদেরকে উদ্দেশ্য করে হিজাব বা বরথা পড়ার কথার সাথে অনেক অশালীন ও আপত্তিকর বক্তব্য ছিল যা সমাজে একসাথে শান্তিপূর্ণভাবে বসবাসরত হিন্দু – মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিরোধ সৃস্টির অপচেষ্টা।
একইসাথে সমাজে মা বোনদের মধ্যে একটা বিভ্রান্তিকর মেসেজ ছডিয়ে দিচ্ছেন, এতে সমাজে সব নারীদের প্রতি পুরুষের দৃষ্টি ভঙ্গি নেগেটিভ আকারে উপস্থাপন করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্র ধরে খালিদের আইডিতে থাকা বিভিন্ন ভিডিও পর্যালোচনা করে দেখা গেছে, তিনি বিভিন্ন সময় মেয়েশিশু, কিশোরী ও নারীদের পথ আটকে নানা আপত্তিকর কথা বলেছেন। কী ধরনের পোশাক পরা উচিত, সে কথা বলেছেন।
ভিডিও ছড়িয়ে পড়ার পর ওই যুবককে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। জেইউ ইনসাইডার নামের একটি ফেসবুক পেজে বলা হয়েছে, এই যুবকের নাম খালিদ মাহমুদ হৃদয় খান। থাকেন সাভারে। রাস্তায় দাঁড়িয়ে স্কুল-কলেজের মেয়েদের টিজ করেন, হেনস্তা করেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
এদিকে রাত সাড়ে ৮টার দিকে সাভার মডেল থানায় এবিষয়ে সংবাদ সম্মেলন করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবীর।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজ সোমবার বিকেল ৪ টার দিকে নারীদের উত্যক্ত করা এবং নারীদের প্রতি সহিংসতা বৃদ্ধির চেষ্টার অপরাধে খালিদ মাহমুদ ওরফে হৃদয় খানকে আটক করা হয়েছে। আমিনবাজারের মধ্যপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। তিনি টিকটক করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে নারীদের হেয় প্রতিপন্ন করেছেন। এছাড়া ছোট বড় যেই হোকনা কেন তাদেরকে সে বলে বোরকা পরতে হবে, হিজাব পরতে হবে। কিন্তু দেখা যায় যাদের সে বলে তারা শালীন পোশাক পরিহিত ছিলেন। এর মাধ্যমে সে বার্তা দেয়ার চেষ্টা করে সমাজে ধর্ষণের জন্য মেয়ারাই দায়ী। এভাবে সে উস্কানি দিচ্ছিলো। তার বিরুদ্ধে মামালার বিষয়টি প্রক্রিয়াধীন।