শেয়ার বিজ প্রতিনিধি, সাভার: ‘আমি বদলালে বদলে যাবে দেশ’ এই স্লোগানে সাভারে নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে এনজিওবিষয়ক ব্যুরো ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন এবং এনজিও সমন্বয় পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এনজিওবিষয়ক ব্যুরো ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব কেএম আবদুস সালাম।
প্রধান অতিথির বক্তব্যে কেএম আবদুস সালাম বলেন, সারা দেশে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পর নিরাপদ সড়ক নিশ্চিতের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। তারা সারা দেশের সড়ক ব্যবস্থার ওপর নজরদারি করছে।
নিরাপদ সড়কের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে উল্লেখ করে তিনি এনজিও কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের ব্যবহƒত গাড়ি এবং মোটরসাইকেলের লাইসেন্স, ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করে গাড়ি চালাবেন। অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া গাড়ি চালানো অবস্থায় যেন চালকরা মোবাইল ফোন ব্যবহার না করেন যে বিষয়ে প্রত্যেক মালিক এবং কর্মকর্তা-কর্মচারীসহ গাড়ি ব্যবহারকারীদের এ বিষয়টি নিশ্চিতের অনুরোধ করেন। এছাড়া ট্রাফিক আইন মেনে চলা; ফুটওভার ব্রিজ, জেব্রা ক্রসিং এবং আন্ডারপাস ব্যবহারসহ সচেতনতামূলক নির্দেশনা সংবলিত লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত দে, উপজেলা শিশু সুরক্ষা মনিটরিং কমিটির সভাপতি রোকেয়া হক, ভার্কের উপ-নির্বাহী পরিচালক ইয়াকুব হোসেন প্রমুখ।

Print Date & Time : 9 August 2025 Saturday 11:32 am
সাভারে নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ক্যাম্পেইন
সারা বাংলা ♦ প্রকাশ: