Print Date & Time : 6 August 2025 Wednesday 3:10 am

সাভারে পুলিশ পরিচয়ে ডাকাতি, আটক ৫

শেয়ার বিজ ডেস্ক: পুলিশ পরিচয়ে আশুলিয়ার নিরিবিলি এলাকার এক ব্যক্তির বাড়িতে প্রবেশ করে ডাকাতির ঘটনা ঘটেছে। এরপর শনিবার রাত থেকে গতকাল রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাড়িচালকসহ সন্দেহভাজন পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ এ তথ্য নিশ্চিত করেন। খবর: বাংলা ট্রিবিউন।

জানা যায়, পুলিশের অভিযানে ডাকাতির কাজে ব্যবহƒত একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৫৭৫৭৭) জব্দ করা হয়েছে।

আটকরা হচ্ছেন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাড়িচালক বাবুল হোসেন, শেরপুরের নকলার চরভাবনা গ্রামের দুলাল মিয়ার ছেলে হুমায়ুন কবীর, আশুলিয়ার গেরুয়া এলাকার সামাদ মৃধার ছেলে শাকিল মৃধা, একই এলাকার আকবর আলীর ছেলে মাসুদ ও শাহ আলমের ছেলে শাহিনুর ইসলাম।

ভুক্তভোগী শেখ আমিন বলেন, শনিবার রাতে পুলিশের পোশাক পরিহিত পাঁচ-ছয়জনের একদল লোক বাড়িতে প্রবেশ করে এবং মামলার ওয়ারেন্ট আছে বলে পরিবারের সদস্যদের জিম্মি করে। এ সময় তল্লাশির নামে নগদ দুই লাখ ৫৫ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালংকার লুট করে তারা। পরে বিষয়টি সন্দেহজনক মনে হলে পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় আটক পাঁচজনের মধ্যে তিনজনকে চিনতে পেরেছেন বলেও দাবি করেন তিনি।

এ ঘটনায় শেখ আমিনের প্রতিবেশী মো. রুবেল বলেন, রাতে কয়েকজন লোক আমার বাড়িতে এসে ডেকে নেয়। নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তারা বলেন, শেখ আমিনের নামে মামলা আছে। আমরা তাকে ধরতে যাচ্ছি। প্রয়োজন হলে আপনাকে ডেকে নেওয়া হবে। আপনি বাড়ির ভেতরে চলে যান।’

রুবেল আরও বলেন, ‘এরপরই আমি বাড়িতে চলে আসি। কিছু সময়ের মধ্যে শেখ আমিনের বাড়ি থেকে চিৎকার শুনতে পেয়ে প্রতিবেশীদের নিয়ে সেখানে যাই। এ সময় আমিনের কক্ষের দরজা বাইরে থেকে আটকানো দেখা যায়। পরে দরজা খুলে শেখ আমিনসহ তার পরিবারকে উদ্ধার করা হয়।’

এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পরে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে আসামিদের আটক করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলার পাশাপাশি আরও কেউ জড়িত আছে কি না, তার তদন্ত চলছে।’