Print Date & Time : 31 August 2025 Sunday 5:12 am

সাভারে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

শেয়ার বিজ ডেস্ক: ঢাকার সাভার ইপিজেডে প্যাকজার নামের একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট।
শনিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, সাভার ইপিজেডে প্যাকজার নামের একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি পৌঁছায় ৭টা ৫ মিনিটে। পরে আরও ৬টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহতের খবর ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।