Print Date & Time : 12 September 2025 Friday 12:34 am

সাভারে ব্যাটারি কারখানায় বিস্ফোরণে নিহত ২

প্রতিনিধি, সাভার: ঢাকার সাভারে রহিম আফরোজ ব্যাটারি কারখানায় ফায়ার ইষ্টিম বুশার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছে। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকার রহিম আফরোজ কারখানায় এঘটনা ঘটে। 

নিহত দুই শ্রমিক হলেন অলি উল্লাহ ও হয়জুদ্দিন। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, রাজধানীর মেট্রো নেট বাংলাদেশ লিমিটেড কারখানার মালামাল নিয়ে একটি গাড়ি সাভারে রহিম আফরোজ ব্যাটারি কারখানায় আসেন। পরে দুপুরে কারখানার ভিতরে মালামাল নামানোর সময় হঠাৎ ফায়ার ষ্টিম বুশার বিস্ফোরণে ওই দুই শ্রমিক নিহত হয়। এ ঘটনার খবর পেয়ে বিকেলে দুই শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ কোনো কথা বলতে রাজি হয়নি। এ বিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।