Print Date & Time : 28 August 2025 Thursday 2:20 pm

সাভারে মহাসড়কে চলন্তবাসে ছিনতাইয়ের অভিযোগ

প্রতিনিধি, সাভার: ঢাকার সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে চলন্তবাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসের কর্মচারীরা জড়িত থাকতে পারে এমন সন্দেহে তিনজনকে আটক করে আশুলিয়া থানা পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ সোমবার রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল ফটক এবং সিএন্ডবি এলাকার মাঝামাঝি জায়গায় ঢাকা থেকে ছেড়ে আসা শুভযাত্রা বাসে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।

আটককৃতরা হলেন শুভযাত্রা বাসের চালক আলী হোসেন, সহকারী মো. সোহেল এবং কন্ডাকটর আতিকুর রহমান।

প্রত্যক্ষদর্শী বাসের কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা শুভযাত্রা বাসটি সাভারের সিটি সেন্টার এলাকায় আসলে চারজন যাত্রী বাসে ওঠেন। এরপর বাসটি সিএন্ডবি এলাকায় আসলে তারা বাসের লাইট বন্ধ করে দিয়ে যাত্রী রবিউল হায়দারকে ছুরি ধরেন এবং কাছে যতটাকা আছে তা দিতে বলেন। রবিউল টাকা বের করতে করতে তারা পকেট থেকে টাকা ছিনিয়ে নেন এবং হাতে ছুরিকাঘাত করেন। এছাড়া বাসের আরও কয়েকজনের কাছ থেকে মুঠোফোন এবং নগদ টাকা ও বাসে থাকা দুটি নতুন টেলিভিশন সেট ছিনিয়ে নিয়ে তারা বাস থেকে নেমে যান। পরে বাসটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পৌছালে বাসে থাকা ক্যাম্পাসের কয়েকজন শিক্ষার্থী ও যাত্রীরা বাসটি আটক করে ক্যাম্পাসের মধ্যে নিয়ে যান। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাসের চালক ও সহকারীদের জিজ্ঞাসাবাদ করে আশুলিয়া থানা পুলিশে সোপর্দ করেন।

এ বিষয়ে ভুক্তভোগী রবিউল হায়দার বলেন, আমি সাভারের গেণ্ডা এলাকা থেকে বাসে উঠি। ছিনতাইকারীরা বাসে উঠে সরাসরি আমার কাছে এসে ছুরি ধরে বলে যা টাকা আছে দে। আমি টাকা বের করতে করতে তারা আমার পকেটে হাত দিয়ে ১৪ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং আমার হাতের বাহুতে ছুরি মারে। আমি বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে চিকিৎসা নিয়েছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে একটি বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা টাকা এবং মোবাইল ফোন নিয়ে গেছে। এঘটনায় আশুলিয়া থানা পুলিশ বাসের হেল্পার, ড্রাইভারকে আটক করেছে একইসঙ্গে ছুরিকাঘাতে আহত এক ভুক্তভোগীর জবানবন্দি নিয়েছে। আশাকরি তদন্ত করে দ্রুত ছিনতাইকারীদের বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন।