সামরিক শাসন মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধুকে হত্যা ও সামরিক শাসনের মাধ্যমে এদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হয়েছিল বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি বলেন, ওরা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল ব্যক্তি হিসেবে। পরবর্তী সময়ে সামরিক শাসক ইসলামকে রাষ্ট্রধর্ম করে আমাদের স্বাধীনতার মূলভিত্তি অসাম্প্রদায়িকতাকে ধ্বংস করে দিয়েছে, যা বর্তমানে চলার পথে আমাদের বিভ্রান্ত করছে। গতকাল বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে প্রগতিশীল সাংবাদিক মঞ্চ আয়োজিত ‘ঘৃণ্য আইন ইনডেমনিটি’-শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা হত্যাকারীদের বিচার করে মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কোনো নির্বাহী আদেশ নয়, তিনি ইনডেমনিটি অধ্যাদেশ আইনকে আইনের মাধ্যমে পরিবর্তন করে বিচারের ব্যবস্থা করেছেন। তিনি বলেন, ইনডেমনিটির মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছিল জিয়াউর রহমান। পৃথিবীর কোথাও এমন ঘটনার নজির নেই। সেই সময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলার পথে এখনও মাইন পুঁতে রাখা আছে মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সেই মাইনগুলো সচেতনভাবে দেখে দেখে এগিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, জাতি হিসেবে আমাদের আদর্শ হলো আমরা অসাম্প্রদায়িক। যারা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করেন তাদের উচিত কোনো অন্যায় ও অপরাধের সমর্থন না দেয়া। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল, জাতীয়  প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন প্রমুখ।