সামাজিক যোগাযোগ মাধ্যম চালু করলেন ড্রোনাল ট্রাম্প

তথ্য-প্রযুক্তি ডেস্ক: ফেসবুক-টুইটারের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ চালু করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার চালু হয়েছে এই অ্যাপ। টুইটার, ফেসবুক ও ইউটিউবে নিষিদ্ধ হওয়ার এক বছরের মাথায় তিনি ‘ট্রুথ সোশাল’নামের অ্যাপটি চালু করলেন। তার প্রত্যাশা এটি টুইটারের প্রতিদ্বন্দ্বী হবে। খবর এপি।

মার্কিন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, সোমবার থেকে সীমিত সংখ্যক সাবস্ক্রাইবারের জন্য অ্যাপলের অ্যাপ স্টোর থেকে ট্রুথ সোশাল ডাউনলোডের সুযোগ দেওয়া হয়েছে। অপেক্ষমাণ তালিকায় থাকাদের আগামী দশদিনের ভেতরে ডাউনলোডের সুযোগ দেওয়া হবে।

এদিকে চালু ঘোষণার পরই এর অ্যাপটির ওয়েবসাইট কারিগরি জটিলতায় পড়েছে। অনেক সাবস্ক্রাইবার কয়েক ঘণ্টা ব্যবহার করতে পারেননি। অনেকের সাইন ইনে সমস্যা হয়েছে। আগামী মাসের আগ পর্যন্ত সবার জন্য সাইটটি উন্মুক্ত হচ্ছে না।

যারা ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করছেন তাদের প্রতি একটি বার্তা প্রদর্শিত হচ্ছে। এতে বলা হচ্ছে, ব্যাপক চাহিদার কারণে আমরা আপনাকে অপেক্ষমাণ তালিকায় রেখেছি। আমরা আপনাকে ভালোবাসি। ট্রাম্পের আশা, ট্রুথ সোশাল তার টুইটারের লাখো ফলোয়ারকে আকৃষ্ট করবে।

এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিটিতে ট্রাম্প একটি লিখিত বক্তব্যও দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমরা এমন এক বিশ্বে বাস করি, যেখানে টুইটারের মতো প্ল্যাটফর্মে তালেবানের মতো কট্টরপন্থিদের বিচরণ দিন দিন বাড়ছে। তাও আপনাদের জনপ্রিয় আমেরিকান প্রেসিডেন্ট নিশ্চুপ। এটা অগ্রহণযোগ্য।’

‘টিএমটিজি সব মানুষকে কথা বলার সুযোগ দেয়ার মহৎ লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল… ট্রুথ সোশ্যালে আমার সত্যটা আমি প্রকাশ করব খুব শিগগিরই। নিজের চিন্তাভাবনা আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নেব এবং বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে লড়াই করব।’

গত বছরের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় টুইটার-ফেসবুকসহ বিভিন্ন সামাজিকমাধ্যম ট্রাম্পের ওপর নিষেধাজ্ঞা দেয়। ট্রাম্প সমর্থকদের চালানো ওই সহিংসতার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তার উসকানিতেই ঘটেছে নজিরবিহীন ওই ঘটনা।

অ্যাপলের র‍্যাংকিং অনুসারে, সোমবার সকালে যুক্তরাষ্ট্রে শীর্ষ জনপ্রিয় অ্যাপ ছিল ট্রুথ সোশাল। এটি পেছনে ফেলে শিশুদের গেম ‘টকিং বেন দ্য ডগ, স্ট্রিমিং সেবা এইচবিও ম্যাক্স, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও ফেসবুককে।