Print Date & Time : 4 September 2025 Thursday 2:36 am

সামিট পাওয়ারের মদনগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদন শুরু

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের মদনগঞ্জ পাওয়ার প্লান্টের বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) নবায়ন হওয়ায় পুনরায় উৎপাদন শুরু হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, সামিট পাওয়ার লিমিটেডের মদনগঞ্জ পাওয়ার প্লান্টের বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) মেয়াদ গত ৩১ মার্চ শেষ হওয়ায় মদনগঞ্জ পাওয়ার প্লান্টের উৎপাদন গত বছরের ১ এপ্রিল থেকে সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এরপর সামিট পাওয়ার ওই প্রকল্পের মেয়াদ বাড়ানোর জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আবেদন করে। আর সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি পুনরায় বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন চালুর অনুমোদন দেয় বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড (বিআরইবি)। উল্লেখ্য, কোম্পানিটি এ বিষয়ে এখনও অফিশিয়াল কোনো চিঠি পায়নি, তবে মৌখিকভাবে অনুমোদন পাওয়ায় গত ২৪ মার্চ থেকে বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন ফের শুরু হয়েছে বলে জানা গেছে।

সামিট পাওয়ার লিমিটেড ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। তাদের এক হাজার ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন এক হাজার ৬৭ কোটি ৮৮ লাখ টাকা। কোম্পানিটির মোট ১০৬ কোটি ৭৮ লাখ ৭৭ হাজার ২৩৯ শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৬৩ দশমিক ২১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ১৮ দশমিক ৩৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীর কাছে তিন দশমিক ৬৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ১৪ দশমিক ৭৯ শতাংশ শেয়ার রয়েছে।